• December 5, 2024

পানছড়িতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র ফাইনালে পুরস্কার বিতরণ

পানছড়ি প্রতিনিধি: শিক্ষার পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রীর আমলেই দেশ ব্যাপী ব্যাপক হারে খেলা ধুলার প্রসার ঘটেছে। খেলা ধুলার মান উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্রিড়া মন্ত্রনালয়ের মাধ্যমে বিভিন্ন প্রকার কর্মসূচী হাতে নিয়েছে, এই কর্মসূচিকে ধরে রাখতে হলে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানিয়ে আরো বলেন, পাহাড়ের সন্ত্রাস নির্মূলের জন্য ব্যপক অর্থনৈতিক উন্নয়ন সাধিত হচ্ছে। খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু, শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭)-২০১৮ এর ফাইনাল খেলায়, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্টান পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রভাবশালী তরুণ সদস্য, যুব সমাজের প্রতিনিধি পার্থ ত্রিপুরা জুয়েল এসকল কথা বলেন।

দেশকে ভালবেসে মুক্তিযোদ্ধারা জিবণ বাজি রেখে যুদ্ধ করেছে উল্লেখ করে তিনি আরো বলেন, সন্ত্রাস নৈরাজ্য কখনো কোন জাতি বা দেশের কল্যাণ এবং উন্নয়ন করতে পারে না, আর ক্রিড়া প্রেমিকরা কখনো সন্ত্রাস ও নৈরাজ্য করতে না বা কখনো করতেও পারে না, খেলা ধূলা আছে বলেই আজো আমরা সতেজ আছি, খেলোয়ার ও ক্রিড়া প্রেমিকসহ সকলকে আগামী নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একযোগে কাজ করার আহবান জানান তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল হাশেম, পা.জে.প সদস্য সতীশ চন্দ্র চাকমা সদস্য সতীশ চন্দ্র চাকমা, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন, ৩নং পানছড়ি ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, লতিবান ইউপি চেয়ারম্যান কিরণ কিশোর ত্রিপুরা,৫নং উল্টাছড়ি ইউনিয়ন চেয়ারম্যান বিজয় চাকমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাথ দেব, যুগ্ন-সম্পাদক বিজয় কুমার দেব প্রমুখ।

বৃহস্পতিবার বুধবার (১৩সেপ্টেম্বর) বিকাল ৩ টায় পানছড়ি উপজেলা মাঠে ১নং লোগাং ইউপি বনাম ৩নং পানছড়ি সদর ইউপি দলের মাঝে ফাইনাল খেলায় অনুষ্টিত হয়। ট্রাইবেগারে ৩-২ গোলে লোগাংকে পরাজিত করে জয় পায় ৩নং পানছড়ি সদর ইউপি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post