• May 19, 2024

পানছড়িতে মহান বিজয় দিবসের কর্মসূচি চলছে

মোফাজ্জল হোসেন ইলিয়াছ: যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে সারা দেশের ন্যায় খাগড়াছড়ি জেলার পানছড়িতে পালিত হচ্ছে মহান বিজয় দিবস।

দিবসটি উপলক্ষে আজ রবিবার (১৬ই ডিসেম্বর) উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্টান নানান কর্মসূচীর আয়োজন করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন, আলোচনা সভা ও ক্রিয়া প্রতিযোগীতা।

সকাল সাড়ে ৭টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম ও উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ লোকমান হোসেনের নেতৃত্বে, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে মুক্তিযোদ্ধা কমান্ড, ওসি (তদন্ত) মোঃ দুলাল হোসেন এর নেতৃত্বে পানছড়ি থানা পুলিশ শহীদ মিনারে পুস্পমার‌্য অর্পন করেন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে আওয়ামীলীগের সভাপতি মোঃ বাহার মিয়া ও সাধারণ সম্পাদক জয়নাথ দেব এর নেতৃত্বে আওয়ামীলীগ, যুবলীগের সভাপতি মোঃ আল আমিন ও সাধারণ সম্পাদক মোঃ নাজির হোসেন এর নেতৃত্বে যুবলীগ, ছাত্রলীগ সভাপতি শ্রীকান্ত দেব মানিক ও সাধারণ সম্পাদক মোঃ জহিরুল আমিন রুবেল এর নেতৃত্বে ছাত্রলীগ, জাতীয় শ্রমীকলীগ এর সভাপতি মোঃ আলমগীর হোসেন (বিদেশী আলমগীর) ও সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিনের নেতৃত্বে কৃষকলীগ শহীদ মিনারে পুস্পমার‌্য অর্পন করেন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

৮টার দিকে বিএনপি‘র সভাপতি মোঃ বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলামের নেতৃত্বে বিএনপি, যুবদলের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ আফসার হোসেন এর নেতৃত্বে যুবদল, ছাত্রদল সভাপতি মোঃ নুরুল কায়েস শিমুল ও সাধারণ সম্পাদক মোঃ আল আমিন এর নেতৃত্বে ছাত্র দল, স্বেচ্ছা সেবক দলের সভাপতি মোঃ আলমগীর হোসেন ইমন ও সাধারণ সম্পাদক মোঃ ইদ্রীছ আলীর নেতৃত্বে স্বেচ্ছা সেবক দল শহীদ মিনারে পুস্পমার‌্য অর্পন করেন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এর একে একে দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বকুল চন্দ্র চাকমার নেতৃত্বে দূর্নীতি প্রতিরোধ কমিটি, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলি আহম্মদের নেতৃত্বে বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীগন, সনাতন ছাত্র যুব পরিষদের সভাপতি বাবুল সাহা ও সাধারণ সম্পাদক জয় দত্ত এর নেতৃত্বে সনাতন ছাত্র যুব পরিষদ, ক্যাপরু মারমা‘র নেতৃত্বে উপজেলা ক্রিড়া সংস্থা, মোঃ মাসুদ রানা‘র নেতৃত্বে যুব রেড় ক্রিসেন্ট সোসাইটি, মোঃ সিরাজুল ইসলামের নেতৃত্বে চেঙ্গী সারিবালা মহাবিদ্যালয়, প্রতিবন্ধি কল্যাণ সংঘের সভাপতি মোঃ হাসানুজ্জামান ও সাধারণ সম্পাদক মোঃ হানিফ মিয়া‘র নেতৃত্বে প্রতিবন্ধি কল্যান সংঘ, সানরাইজ কিন্ডার গার্ডেন এন্ড জুনিয়র হাই স্কুল এর প্রধান শিক্ষক মোছাঃ মনোয়ারা বেগমের নেতৃত্বে শিক্ষা প্রতিষ্টানটির শিক্ষক শিক্ষার্থীগন, পানছড়ি উপজেলা সদর হাসপাতাল, রাচাই কার্বারীপাড়া প্রথামকি ও নিম্ম মাধ্যমিক বিদ্যালয়, পার্বত্য চট্রগ্রাম জন সংহতি সমিতি (এনএমলারমা) শহীদ মিনারে পুস্পমার‌্য অর্পন করেন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

অপর দিকে পুস্পমাল্য অর্পন শেষে ৮টার দিকে আওযামীলীগের কার্যলয়ে উপজেলা আ.লীগের সভাপতি মোঃ বাহার মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা আ.লেিগর সাধারণ সম্পাদক জয়নাথ দেব, যুগ্ন-সম্পাদক বিজয় কুমার দেব, যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ নাজির হোসেন, ছাত্রলীগ সভাপতি শ্রীকান্ত দেব মানিক প্রমূখ। এসময় বক্তাগন মহান মুক্তিযোদ্ধে শহীদদের শ্রদ্ধা জানিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলের নেতা-কর্মীদের সজাগ থেকে নিরলসভাবে নৌকা মার্কার প্রচারনায় থাকার নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও পুস্পমাল্য অর্পন শেষে সাড়ে ৮টার দিকে বিএনপি‘র দলীয় কার্যলয়ে উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি‘র সাধারণ মোঃ সিরাজুল ইসলাম, যুব বিষয়ক শাহিন মৃধা, যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আফসার হোসেন, বিএনপি‘র ছাত্র বিষয়ক সম্পাদক ও দলের সভাপতি মোঃ নুরুল কায়েস শিমুল, মহিলা দলের সভানেত্রী মিসেস্ মরিয়ন বেগম প্রমূখ। এসময় বক্তাগন মহান মুক্তিযোদ্ধে শহীদদের শ্রদ্ধা জানিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলের নেতা-কর্মীদের সজাগ থেকে নিরলসভাবে ধনের শীষ মার্কার প্রচারনায় থাকার নির্দেশনা প্রদান করে বলেন কোন প্রকার উসকানীতে কান না দেওয়ার নির্দেশনা প্রদান করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post