পানছড়িতে মুক্তিযোদ্ধার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ
মোফাজ্জল হোসেন ইলিয়াছ: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা ৫নং উল্টাছড়ি ইউনিয়নের ১নং মোল্লাপাড়া ওয়ার্ডের বাসিন্দা মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন (বাছা মিয়া) র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিভিন্ন মহল। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে তিনি চট্রগ্রাম হাসপাতালে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০বছর।
তার মৃত্যুতে পানছড়ি উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি মোঃ আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন (বিদেশি আলমগীর) মোঃ হারুনুর রশিদ, মোঃ নজরুল ইসলাম মোমিন, পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি নতুন ধন চাকমা, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান কবির সাজু, যুবলীগ সভাপতি মোঃ আল আমিন, সাধারণ সম্পাদক ও ৩নং পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান মোঃ নাজির হোসেন, ছাত্রলীগ সভাপতি শ্রীকান্ত দেব মানিক, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল আমিন রুবেল, ৫নং উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান বিজয় চাকমা, ৫নং উল্টাছড়ি ইউপি আ.লীগের সভাপতি মোঃ আহির উদ্দিনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন মরহুমের আত্মার শান্তি কামনা করে পরিবার পরিজনদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।