পানছড়ি প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয় উদ্বোধন

Spread the love

স্টাফ রিপোর্টার: পানছড়ি উপজেলা প্রেস ক্লাবের অস্থায়ী অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকাল ৩টায় পানছড়ি বাজারে এ অফিস উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য নির্মলেন্দু চৌধুরী, সদস্য খগেশ্বর ত্রিপুরা, সদস্য সতীশ চন্দ্র চাকমা, পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, খাগড়াছড়ি জেলা প্রসে ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কানন আচার্ষ্য, পানছড়ি উপজেলা আ’লীগের সভাপতি বাহার মিয়া, পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) উত্তম কুমার রায়, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার দেব নাথ প্রমূখ।

এর পূর্বে প্রধান অতিথি নব-গঠিত উল্টাছড়ি বাজার উদ্বোধন করেন প্রধান অতিথি।