• June 17, 2024

পানছড়ি প্রেস ক্লাবের সম্পাদক সাজু সড়ক দূর্ঘটনায় আহত

স্টাফ রিপোর্টার: পানছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও পানছড়ি ফুটবল একাডেমির পরিচালক মো: শাহজাহান কবির সাজু সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। মঙ্গলবার সকালের দিকে পানছড়ির উল্টাছড়ির গোরস্থান টিলা এলাকায় এঘটনা ঘটে।

জানাযায়, ব্যাক্তিগত কাজ শেষে মরাটিলা এলাকা থেকে সিএনজি যোগে ফেরার পথে পার্শ্ববর্তী পাহাড়ের সাথে সিএনজি ধাক্কা লাগলে সাংবাদিক মো. শাহজাহান কবীর সাজুসহ দুজন আহত হয়। আহতদের মধ্যে সাংবাদিক সাজুর ডান হাত ও ডান পায়ের বিভিন্ন অংশে আঘাত প্রাপ্ত হয়।

পরে তাকে উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে সে নিজ বাসায় অবস্থান করছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post