• December 26, 2024

খাগড়াছড়ি-পানছড়ি সড়কে আজো রাস্তা অবরোধ, মুক্তি মিললো ৪ গ্রামবাসীর

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি শহরের মহাজন পাড়া থেকে গত সোমবার অপহৃত ৪ ব্যবসায়ীকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা। ১৪ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে  খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে একটি অটোরিক্সা থেকে তাদের উদ্ধার করে পুলিশ। এদিকে সকাল থেকে তাদের মুক্তির দাবিতে খাগড়াছড়ি-পানছড়ি সড়কে রড ও লাঠিসোঠা নিয়ে বিক্ষোভ করে বিক্ষুদ্ধ  গ্রামবাসী।

সাড়ে ৯টায় জেলা সদরের পেরাছড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে চেঙ্গী স্কোয়ার মোড়ে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। অপহৃতদের মুক্তির খবর শুনে বেলা ১২টায় গ্রামবাসী রাস্তা ছেড়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে।

সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সাহাদত হোসেন টিটো সাংবাদিকদের বলেন, অপহৃতদের উদ্ধারের পর থানা থেকে স্বজন ও স্থানীয় জনপ্রতিনিধিদের জিম্মায় বুঝিয়ে দেয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে অপহৃতরা জানান অপরিচিত কয়েকজন যুবক তাদের মহাজন পাড়া থেকে খাগড়াপুরে নিয়ে যায়। মঙ্গলবার সকালে তাদের ছেড়ে দেয়।

ভাইবোন ছড়া ইউপি চেয়ারম্যান পরিমল ত্রিপুরা বলেন, আমার এলাকার ৪ ব্যবসায়ীকে উদ্ধারের পুলিশ স্বজনদের কাছে বুঝিয়ে দিয়েছে। আমি সে সময় থানায় উপস্থিত ছিলাম।

গত ৮ আগস্ট খাগড়াছড়ি-পানছড়ি সড়কের বিভিন্ন বাজারে দোকানপাট বন্ধ করে দেয় আঞ্চলিক সংগঠনের সন্ত্রাসীরা। প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে ১৩ আগস্ট সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিয়ে ফেরার পথে খাগড়াছড়ি শহরের মহাজন পাড়া থেকে গাছবান এলাকার ব্যবসায়ী সিন্ধু রায় ত্রিপুরা, সোহেল ত্রিপুরা, সুখেন্দু ত্রিপুরা ও বিমল কান্তি ত্রিপুরাকে অপহরণ করে নিয়ে যায় দূর্বৃত্তরা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post