• December 23, 2024

পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশুর পরিবারকে অর্থ সহায়তা মহালছড়ি সেনাবাহিনীর

 পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশুর পরিবারকে অর্থ সহায়তা মহালছড়ি সেনাবাহিনীর

মহালছড়ি প্রতিনিধি: মহালছড়িতে পানিতে ডুবে দুই ভাইবোন একসাথে মারা যাওয়া পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে মহালছড়ি জোনের সেনাবাহিনী।

১১ জুলাই রবিবার সকাল ১০টায় মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ আরাফাত হোসেন পিএসসি, উপজেলার পাকুজ্যাছড়ি জামতলা গ্রামে মারা যাওয়া দুই শিশুর বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের খোঁজ খবর নেন এবং মারা যাওয়া দুই ভাইবোনের বাবা সুপায়ন চাকমার নিকট মহালছড়ি জোনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।

শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে জোন অধিনায়ক বলেন, ঘটনাটি খুবই দু:খজনক। ছোট ছোট ছেলে-মেয়েরা বেশীর ভাগ বর্ষার মৌসুমে বৃষ্টির পানিতে খেলতে ভালোবাসে। এ সময়টাতে সবসময় ছেলে-মেয়েদের প্রতি খেয়াল রাখতে হবে। তাই সকলকে এ বিষয়ে সচেতন হওয়ার আহবান জানান তিনি।

উল্লেখ্য, গত ১০ জুলাই শনিবার উপজেলার পাকুজ্যাছড়ি জামতলা নামক গ্রামে পানিতে ডুবে এক পরিবারের দুই শিশু (আপন ভাইবোন) এক সাথে মারা যায়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post