পার্বত্য চট্টগ্রামে বৈষম্যমূলক বরাদ্দের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামে আপদকালীন পরিস্থিতি মোকাবেলায় বিশেষ প্রকল্পে খাদ্য-শস্য অর্থ বরাদ্দে অনিয়ম ও বৈষম্যমূলক বন্টনের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৯ মার্চ রবিবার সকালে খাগড়াছড়িতে বসবাসরত মারমা-ত্রিপরা জনগোষ্ঠীর সম্মিলিত একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এসে মিলিত হয়ে মানববন্ধন করে বিক্ষোভকারীরা।
এসময় মানববন্ধনে বক্তারা দাবি করেন, অন্তবর্তীকালীন সরকারের নিয়োগপ্রাপ্ত পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ২৫ মার্চ ২০২৫ তারিখে বিভিন্ন উন্নয়নমূলক কাজে, ব্যক্তি/প্রতিষ্ঠানের নামে আপদকালীন পরিস্থিতির মোকাবেলায় অর্থ বরাদ্দের অনিয়ম ও ২৭ মার্চ ২০২৫ তারিখে বিশেষ প্রকল্প কর্মসূচিতে খাদ্য-শস্যের বন্টনে বৈষম্য করা হয়েছে বলে দাবি করেন বক্তারা। মানববন্ধনে বৈষম্যমূলক বন্টনের জন্য প্রতিবাদ জানানো হয় এবং আগামী ৫ এপ্রিল এর মধ্যে খাদ্য-শস্যের সুষম বন্টন করা না হলে আসন্ন বৈসাবি উৎসব বর্জন এবং বরাদ্দ বৈষম্য দূর না হলে আগামীতে আরোও কঠোর কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারী।
মানববন্ধনে ত্রিপুরা কল্যাণ সংসদ এর সভাপতি কমল বিকাশ ত্রিপুরা’র সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন, ত্রিপুরা কল্যাণ সংসদ এর সাধারণ সম্পাদক শুভ্রদেব ত্রিপুরা, ত্রিপুরা ঐক্য পরিষদের সভাপতি কিনারাম ত্রিপুরা, ত্রিপুরা যুব কল্যাণ সংসদের সাংগঠনিক সম্পাদক এ্যাড. ভিক্তর ত্রিপুরা, মারমা ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা, বিক্ষোভ মারমা সমাজে প্রতিনিধি ক্যজরী মারমা, মারমা যুব সমাজের নেতা ক্যরী মগ সহ বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।