মহালছড়িতে পার্বত্য নাগরিক পরিষদের খাদ্য সহায়তা প্রদান
মহালছড়ি প্রতিনিধি: করোনা মহামারি থেকে পরিত্রাণের জন্য গৃহবন্দী হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ হিসেবে প্রয়োজনীয় খাদ্য-সামগ্রী বিতরণের অংশ হিসেবে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় হতদরিদ্র, দুঃস্থ ও করোনা প্রার্দুভাবে কর্মহীন হয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে প্রয়োজনীয় খাদ্য দ্রব্য সহায়তা প্রদান করেছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় চেয়ারম্যান আলকাছ আল মামুন ভূঁইয়া ও মহাসচিব আলমগীর কবির এর সার্বিক নির্দেশনায় ও সহযোগীতায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উদ্যোগে খাগড়াছড়ি জেলায় চলমান ত্রাণ বিতরণের ৭ম ধাপে মহালছড়ি উপজেলায় বিতরণ করা হয়।
২০ এপ্রিল মহালছড়ি উপজেলার মাইসছড়ি, নুনছড়ি, গামারি ঢালা, মানিকছড়ি জয়সেনপাড়া, লেমুছড়ি, কাটিংটিলা, চোংড়াছড়ি, কালাপাহাড় ও মহালছড়ি সদর এলাকাসহ বিভিন্ন এলাকার প্রায় দেড় শতাধিক পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্য-সামগ্রী বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ নেতৃবৃন্দ।
খাদ্য সহায়তা প্রদানকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ আবু তাহের, কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক (কাউন্সিলর)এস এম মাসুম রানা, কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা মোঃ আসাদ উল্লাহ, নাগরিক পরিষদের নেতা শাহাদাত হোসেন, রবিউল হোসেন, নজরুল ইসলাম, সুমন আহমেদ,, মোঃ নয়ন, আশরাফুল আলম রনি, কামরুল ইসলাম, রফিকুল ইসলাম, বেলাল হোসেন রনি, মেহেদী হাসান, মুজাহিদুল ইসলাম। মহালছড়ি উপজেলা নেতা মোঃ বেলাল হোসেন, মোঃ মাহবুব আলম, মোঃ শামীম হোসেন, রেজাউল প্রমুখ।
সর্বশেষ সকলের উদ্দেশ্যে করে কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আবু তাহের বলেন, করোনা নামক মহামারী থেকে পরিত্রাণের জন্য সবাইকে সচেতন হতে হবে, বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে, অপ্রয়োজনে বাসা থেকে বাহির না হওয়ার জন্য আহবান জানান।