পাহাড়ি সশস্ত্র গ্রুপের গোলাগুলি: নিহত ৮

পাহাড়ের আলো : বান্দরবানের রোয়াংছড়ির খামতাম পাড়ার কাছে ২পাহাড়ী সশস্ত্র গ্রুপের গোলাগুলিতে ৮জন নিহত হয়েছে। ৭এপ্রিল শুক্রবার সকালের দিকে রোয়াংছড়ির খামতাম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এদের মধ্যে ৭জনের নাম জানা গেছে, তারা হল, ভান দু বম, সাং খুম, সান ফির থাং বম, বয় রেম বম, জাহিম বম, লাল লিয়ান ঙাক বম ও লাল ঠা জার বম।
সূত্র জানায়, সকালে গোলাগুলির শব্দ শোনা যায়। পরে সেখানে গিয়ে ৮জনের গুলিবিদ্ধ মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
বান্দরবান রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবদুল মান্নান সাংবাদিকদের জানান, রোয়াংছড়ি খামতাম পাড়া এলাকা থেকে সেনা পোশাক পরিহিত ৮জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। তাদের বান্দরবান সদর হাসপাতাল মর্গে আনা হচ্ছে। তবে কে বা কারা তাদের মেরেছে তা জানা যায়নি। মৃতদেহ কোন গ্রুপের তাও বলা যাচ্ছেনা।