• June 23, 2024

প্রধানমন্ত্রীর ঘর উপহার পেলেন ১২৫টি পরিবার

 প্রধানমন্ত্রীর ঘর উপহার পেলেন ১২৫টি পরিবার

গুইমারা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার গুইমারায় ভূমিহীন ও গৃহহীন অসহায়দের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নতুন ঘর পেয়েছে ১২৫ পরিবার।

১১জুন মঙ্গলবার ঘর হস্তান্তর অনুষ্ঠানে গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগীদের মধ্যে আশ্রয়ণ প্রকল্পের ৫ম পর্যায়ের ২য় ধাপে দুই শতক জমিসহ দ্বিকক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর পরিবারগুলোর কাছে হস্তান্তর করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা ভাইস চেয়ারম্যান কংজরি মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন, কৃষি অফিসার ওঙ্কার বিশ্বাস, গুইমারা সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান মংশে চৌধুরী, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা। ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’- প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী বলেন, এই প্রকল্পের আওতায় এ পর্যন্ত গুইমারা উপজেলায় ৬০৯টি পরিবারকে জমিসহ ঘর দেওয়া

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post

Leave a Reply