প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মহালছড়িতে বিক্ষোভ
মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন। ৪ জুন শনিবার বিকাল ৫ টায় দলীয় কার্যালয় হতে আওয়ামীলীগের নেতা কর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করে এবং উপজেলা চত্বর থেকে ঘুরে এসে পূণরায় দলীয় কার্যালয়ের সামনে এসে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হন। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি রতন কুমার শীল ও সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন এসময় আওয়ামীলীগ এর নেতাকর্মী ছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, কৃষকলীগের নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক সেই ৭৫ এর প্রেতাত্মারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার হুমকিসহ দেশ বিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশের উন্নয়নে যারা বাঁধাগ্রস্ত করছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাদের কাউকে ছাড় দেওয়া হবেনা । আওয়ামীলীগ যে কোন মূল্যে তাদের প্রতিহত করবে। দেশের এ ধরণের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার ও ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।