• December 3, 2024

প্রবল বর্ষনে হুমকির মুখে মাইনীমুখ মডেল স্কুল

মো: আবদুর রহিম,লংগদু(রাঙ্গামাটি): গতরাতে প্রবল বর্ষনে লংগদু উপজেলাধীন মাইনীমুখ মডেল উচ্চ বিদ্যালয়ের ধারক দেয়ালসহ একাডেমিক ভবনের পিছেনর অংশের মাটি ভেঙ্গে গেছে।ফলে বিদ্যালয়ের একাডেমিক ভবন হুমকির মুখে পড়েছে।

বর্ষনে বিদ্যালয়ের পিছনে প্রায় ১০০ ফুট মাটি ভেঙ্গে পাশ্ববর্তী ডেবায় চলে যায়।বিদ্যালয়ের নির্মানাধীন বিজ্ঞান ভবন ও হুমকির মুখে পড়েছে।একাডেমিক ভবনটি ভাঙ্গনরত ডেবা থেকে ৫/৬ ফুট দুরত্বে রয়েছে।এ অবস্থায় থাকলে আগামীকাল থেকে বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা দু:সাধ্য হয়ে দাড়াবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায় আজ সকালে ভাঙ্গনস্থল পরিদর্শন করেছেন এবং ভা্ঙ্গনরোধে প্রাথমিকভাবে ব্যবস্থা গ্রহেনর জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশসনা প্রদান এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্ধপ্রদানের আশ্বাস প্রদান করেন।এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান, বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী স্থানীয় সাংবাদিকউপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post