• June 17, 2024

প্রীতি ফুটবল ম্যাচ: লক্ষ্মীছড়ির কাছে হারলো হাটহাজারী একাদশকে

 প্রীতি ফুটবল ম্যাচ: লক্ষ্মীছড়ির কাছে হারলো হাটহাজারী একাদশকে

স্টাফ রিপোর্টার: ঈদ উল আযহা উপলক্ষে লক্ষ্মীছড়ি উপজেলা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে লক্ষ্মীছড়ি একাদশ ৪-২ গোলে হাটহজারী রয়েল বয়েস ক্লাব একাদশকে কড় ব্যবধানে হারায়।

৪জুলাই লক্ষ্মীছড়ি উপজেলা মাঠে বিকেলে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রপি বিতরণ করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: বিল্লাল হোসেন বেপারি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী।

উপজেলা ছাত্রলীগের সভাপতি হলুকাজাই চৌধুরী, সাধারণ সম্পাদক পারভেজ হোসেনসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রথমার্ধের ১৬ মিনিটের মাথায় যতন চাকমা গোল করে দলকে এগিয়ে রাখে। ৩১ মিনিটের মাথায় নেসমিন চাকমা আরো একটি গোল করলে খোলার ফলাফল ২-০। দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিট সেলিম এবং ৮৩ মিনিটের সময় প্রান্ত চাকমা গোল করলে ব্যবধান দাঁড়ায় ৪-২। এদিকে হাটহজারি একাদশের দুর্জয় ও শামিম ২টি গোল করতে সক্ষম হয়।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন সহিদুল্যাহ সজিব। সহকারি রেফারি অংক্যজাই মারমা ও মো: হোসেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post