• April 19, 2025

ফটিকছড়িতে অবৈধভাবে দোকান খোলা রাখায় ১৩মামলা, ২লাখ টাকা জরিমানা

শাহনেওয়াজ নাজিম, ফটিকছড়ি: ফটিকছড়িতে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীযৌথ অভিযান পরিচালনা করে করোনা পরিস্থিতিতে অবৈধভাবে দোকান খোলা রাখার দায়ে ১৩টি মামলা করে ২ লক্ষ ২ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

১৩ এপ্রিল সকাল থেকে উপজেলার বাগানবাজার, দাঁতমারা, নারায়নহাট ও ভূজপুরের বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সায়েদুল আরেফিন, সেনাবাহিনীর মেজর মোঃ আমির উল এহসান ও ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবদুল্লাহ অভিযানে নেতৃত্ব দেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিন বলেন, অবৈধভাবে দোকান খোলা রাখার দায়ে ১৩টি মামলা করে ২লাখ ২হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া বাজারের সার্বিক অবস্থা এবং কাঁচা বাজার পার্শ্ববর্তী খোলা মাঠে স্থানান্তরিত করার বিষয়টি সরেজমিনে তদারকি করা হয়।

এ অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, করোনা পরিস্থিতিতে প্রশাসনের নির্দেশনা না মানলে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post