ফটিকছড়িতে আল-মাহমুদ ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

শাহনেওয়াজ নাজিম, ফটিকছড়ি: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া দক্ষিণ ফটিকছড়ির আট শত নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলো আল-মাহমুদ ফাউন্ডেশন।

১৯ এপ্রিল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মাহমুদুল হকের সার্বিক তত্ত্বাবধানে ও ফাউন্ডেশনের সহ-সভাপতি কাতার প্রবাসী মাওলানা হাফেজ জমির বিন মাহমুদের বিশেষ সহযোগিতা ও দিকনির্দেশনায় এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এতে প্রতি পরিবারকে ইফতার সামগ্রী হিসেবে ছোলা, আলু, চিড়া, চিনি ইত্যাদি বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হয়।

এসময় সহযোগিতা করেন, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা ওবাইদুল্লাহ, মাওলানা জামাল, অর্থ সম্পাদক মাওলানা ইয়াকুব, হাফেজ মাওলানা শহিদুল্লাহ, সহ-সভাপতি মাওলানা জানে আলম, মাওলানা হাসান, মাওলানা হারুন, মাওলানা লোকমান, সাহিত্য ও তথ্য প্রযুক্তি সম্পাদক মাওলানা নুরুদ্দীন, মাষ্টার করিম, মাওলানা ইকবাল প্রমুখ।

ফাউন্ডেশনের সহ-সভাপতি মাওলানা হাফেজ জমির বিন মাহমুদ জানান, বিগত ২৯বৎসর পূর্বে প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই উক্ত ফাউন্ডেশন সেবামূলক কাজ করে আসছে। প্রতি বছর রমজান মাসে ইফতার সামগ্রী ও কোরবানে অসচ্ছল পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ, গরিব অসহায়দের বিবাহে আর্থিক সাহায্য প্রদান এবং বিভিন্ন মসজিদ প্রতিষ্ঠার কাজে নিয়োজিত আছে। এছাড়াও আরো বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রম বৃদ্ধি করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post