• November 23, 2024

ফটিকছড়িতে ইউপি কার্যালয়ে ঢুকে সন্ত্রাসী হামলা, আহত ৪

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ির খিরাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঢুকে জাহাঙ্গীর (৪৮) নামের এক যুবককে পিটিয়েছে সন্ত্রাসীরা। ১৭ মার্চ রাত ৯টায় উক্ত ইউপির চেয়ারম্যানের উপস্থিত এ হামলা চালানো হয়।
খিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন জানান, রাত ৯ টায় করোনা ভাইরাস সংক্রান্ত এক জরুরী মিটিং চলছিল। এমন সময় হঠাৎ জাহাঙ্গীর এসে ইউপি কার্যালয়ে ঢুকে। তার পরে অস্ত্রশস্ত্র সহ ৮/১০ জনের একটি সন্ত্রাসী দল ইউপি কার্যালয়ে ঢুকে তার ওপর হামলা চালায়। তাকে বাঁচানোর চেষ্টা করলে তারা আমার দিকে তেড়ে আসে।
এ হামলায় জাহাঙ্গীরের মাথাসহ শরীরের বিভিন্ন অঙ্গে মারাত্মকভাবে জখম হয়েছে। এরপর মুমুর্ষ অবস্থায় তাকে ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এসময় জাহাঙ্গীর কে বাঁচাতে গিয়ে জসিম (২৫) নামের আরেক ব্যক্তি আহত হয়েছেন।
এ ঘটনায় আলাউদ্দিন (৬) নামে এক অভিযুক্তকে পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।
এছাড়াও ১৮ মার্চ সকাল ৮টায় একই সন্ত্রাসীরা জমির উদ্দিন (২৪) কাঞ্চন রায় (২৬) নামে আরও ২জনকে পিটিয়েছে। তারা ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

ফটিকছড়ি থানার ওসি বাবুল আকতার জানান, ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ  মোতায়েন করা হয়েছে। মামলা হলে পরবর্তী আইনী ব্যবস্থা নেয়া হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post