• November 21, 2024

ফটিকছড়িতে অবৈধভাবে পাচারকালে ৫ ট্রাকভর্তি কাঠ আটক

 ফটিকছড়িতে অবৈধভাবে পাচারকালে ৫ ট্রাকভর্তি কাঠ আটক

ফটিকছড়ি  প্রতিনিধি: ফটিকছড়িতে অবৈধভাবে কাঠ পাচারকালে পরিবহন তল্লাশি চালিয়ে ৫ট্রাক প্রায় ২ হাজার ঘনফুট কাঠ আটক করেছে প্রশাসন। ২১ ফেব্রুয়ারি বুধবার দিবাগত রাতে পাইন্দং ইউপির বৃন্দাবন হাটের পাশে বড়ুয়া পাড়া এলাকায় অবৈধভাবে কাঠ পরিবহনের সময় এ তল্লাশি চালান ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী।

নারায়ণহাট রেঞ্জ কর্মকর্তা মো. ইলিছুর রহমানসহ বনবিভাগ সংশ্লিষ্ট কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অভিযান আইন, ২০০৯ এর ৬(৫) ধারা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়াও অপরাধের গুরুত্ব বিবেচনা ও ঘটনাস্থলে আসামি না পাওয়ায় নিয়মিত মামলা দায়েরের জন্য বন বিভাগের নারায়ণহাট রেঞ্জের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী।

সাংবাদিকদের ইউএনও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হেঁয়াকো, রামগড়ের বিভিন্ন বন ও বাগান থেকে অবৈধভাবে কাঠ কেটে নিয়ে যাওয়া হচ্ছিল। মোবাইল কোর্টের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post