ফটিকছড়িতে প্রগতি ব্লাড ডোনার্সের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
এসময় প্রত্যেক পরিবারকে চাল, আলু, পেঁয়াজ, নুডলস্ ও সেমাই সহ অন্যান্য খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ আলমগীর, খিরাম ইউপি সদস্য মাহফুজ এলাহী, এডমিন ইকবাল মাহমুদ, মঈন উদ্দিন, এন. এম তৌসিফ, মডেরেটর আবদুল আজিজ, মিনহাজুর রহমান, সদস্য শওকত হোসেন, সোহানুর রহমান, আব্দুল্লাহ আল নুর তুষার, দবির আহমেদ, জাহিদ, রহমত উল্লাহ, তারেক প্রমুখ।
উপদেষ্টা আলমগীর বলেন, এ সংগঠন শুধু রক্তের প্রয়োজনে কাজ করে না। পাশাপাশি মানবিক ও সেবামূলক কাজ করে থাকে। এরই ধারাবাহিকতায় করোনা পরিস্থিতিতে সংকটময় মুহূর্তে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি। আমাদের খাদ্যসহায়তা অব্যাহত থাকবে।