• May 6, 2025

ফটিকছড়িতে ফিল্ম স্টাইলে বহিরাগত ভাড়াটে লোক নিয়ে হামলা, আটক ২৪

শাহনেওয়াজ নাজিম, ফটিকছড়ি: ফটিকছড়িতে বহিরাগত লোক ভাড়া করে কয়েকটি পরিবারের ওপর হামলা, স্বর্ণালংকার ও নগদ টাকা লোটের অভিযোগ পাওয়া গেছে। ১৫ মে রাত সাড়ে ১২টার সময় উপজেলার ধর্মপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ধর্মপুর ইউপির ৪নং ওয়ার্ডস্থ সামশু বলির বাড়ীর জৈনক গোলাপর রহমান ও মোঃ কামাল ওরফে বিএনপি কামালের নেতৃত্বে পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার রাত আনুমানিক সাড়ে বারোটায় হাটহাজারী ও মানিকছড়ি উপজেলার ৪০/৪৫ জন ভাড়াটে সন্ত্রাসী মোটরসাইকেল ও সিএনজি যোগে দেশীয় অস্ত্র নিয়ে একই বাড়ির কয়েকটি ঘরে হামলা চালায়।

এসময় মৃত আব্দুল ছালামের পুত্র আবুল ফজল সওদাগরের ঘর হতে হামলাকারীরা নগদ দুই লক্ষ আশি হাজার টাকা ও ১১ ভরি স্বর্ণালংকার লুট করে। এছাড়াও সোহেলের স্ত্রী রনি আকতার ও মৃত মাহাবুল আলমের স্ত্রী রিনা নাসরিন কে মারধর করে এবং পরিধেয় কাপড় টানা হেঁছড়া করে ছিঁড়ে শ্লীলতাহানী ঘটায়।

উক্ত ঘটনার খবর পেয়ে এলাকার লোকজন, স্থানীয় পুলিশ ফাঁড়ি এবং ফটিকছড়ি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গেলে কিছু ব্যক্তি মোটর সাইকেল ও সিএনজি যোগে পালিয়ে যায়। বাকিরা গোলাপর রহমানের বসত ঘরে আশ্রয় নেয়। সেখান থেকে পুলিশ ২৪জনকে আটক করে এবং হামলাকারীদের ৫টি সিএনজি গাড়ি ফটিকছড়ি থানায় নিয়ে যান।

এ ঘটনায় আবুল ফজল সওদাগরের পুত্র রাকিবুল হোসেন বাদী হয়ে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post