• April 19, 2025

ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে আক্কাস আলী (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭এপ্রিল) সকাল ১১টায় উপজেলার নানুপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ কিপাইতনগর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আক্কাস আলী ওই এলাকার পেদাই বাড়ির মৃত নুরুল হকের পুত্র। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি সকাল ১১টার দিকে তার পার্শ্ববর্তী বাড়িতে বিদ্যুতের কাজ করছিলেন, এমন সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হলে সাথে সাথে তার মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post