ফটিকছড়িতে বেড়ার ঘরের ছাদ ভেঙ্গে গৃহবধূর মৃত্যু: আহত ৪
শাহনেওয়াজ নাজিম, ফটিকছড়ি: ফটিকছড়িতে ঘুমন্ত অবস্থায় বেড়ার ঘরের ছাদ ভেঙ্গে পড়ে এক গৃহবধূ নিহত এবং শ্বাশুড়িসহ ৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৪টা নাগাদ সমিতিরহাট ইউনিয়নের দক্ষিণ ছাদেক নগরস্থ খলিল ফকির বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুবাই প্রবাসী আবুল কাশেমের বেড়ার ঘরের লাকড়ি ভর্তি ছাদ ভেঙ্গে পড়ে তার ঘুমন্ত স্ত্রী জেনি আক্তার (২৬) ঘটনাস্থলেই নিহত হয় এবং তার মা আনোয়ারা বেগম (৬৫), বিধবা বোন শামীমা আক্তার (২৮), অবিবাহিত বোন মিনু আক্তার (২১) ও ভাগ্নি নিশু আক্তার (১৯) কোমর এবং পা ভেঙ্গে গুরুতর আহত হয়। তবে নিহত গৃহবধূ জেনি আক্তারকে জীবিত ভেবে এলাকাবাসী দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যান্য আহতদের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসা হয়েছে।
এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিন ঘটনাস্থল পরিদর্শন করেন।