ফটিকছড়িতে সিএনজি চালকদের মাঝে নগদ অর্থ বিতরণ
ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ির দাঁতমারা হেঁয়াকো সিএনজি চালক সমিতির কর্মহীন সদস্যদের মাঝে জেএইচএম গ্রুপের ডিএমডি, শিল্পপতি মেহেদি হাসান বিপ্লবের পক্ষ থেকে নগদ টাকা বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (২৭ মে) সিএনজি চালক সমবায় সমিতির সভাপতির তৈরী করা তালিকা অনুসারে চালকদের মাঝে এসব টাকা বিতরণ করেন দাতঁমারা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মজিবুল হক মজুমদার।
এ সময় উপস্থিত ছিলেন, ফটিকছড়ি প্রেসক্লাবের সমাজসেবা সম্পাদক মোঃ কামাল উদ্দিন, হেঁয়াকো বনানী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য হেলাল উদ্দিন, মুক্তিয়ারুজ্জামান প্রমূখ।
উল্লেখ্য, আলোচিত শিল্পপতি মেহেদি হাসান বিপ্লব ঈদুল ফিতরের দিন এলাকায় এসে সিএনজি চালকদের কস্টের কথা শুনে তাদের জন্য নগদ টাকা দিয়ে যান।এর আগেও মেহেদি হাসান বিপ্লবের পক্ষে ত্রান বিতরনকালে ওয়ার্ড ভিত্তিক তালিকায় হত-দরিদ্র অনেক চালক সহযোগীতা পান। এতে তুলনামূলক হত-দরিদ্র চালকদের তালিকাভুক্ত করা হয় বলে জানান সভাপতি আব্দুর রশিদ।