ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানীর গাড়ীবহরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বিকেল ৪টায় ভূজপুর থানার কাজীরহাট বাজারে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাগান বাজার, হেঁয়াকো, নারায়ণহাট এলাকায় গণসংযোগ করে ফেরার পথে কাজীরহাট বাজারের দক্ষিণ পার্শ্বে ৭০/৮০ জনের একদল সন্ত্রাসী হামলা করে। এ সময় তারা আগ্নেয়াস্ত্র ও দেশিয় অস্ত্রসন্ত্রে সুসজ্জিত ছিল। হামলার সময় সন্ত্রাসীরা নৌকা প্রতীকে ভোট মারো, মোমবাতি ঠেকাও, নজিবুল বশর মাইজভাণ্ডারীর নির্দেশ মোমবাতি কর নিরুদ্দেশ বলে স্লোগান দিয়ে হামলা করে বলে জানান সৈয়দ সাইফুদ্দিনের নির্বাচনী কর্মকর্তা। এতে মোমবাতি প্রতীকের ৩টি গাড়ী ভাংচুর হয়। তারা প্রার্থীর উপর হামলা করতে আসলে এসময় প্রার্থীর নিরাপত্তা কর্মী ও নির্বাচনী কর্মীরা বাঁধা প্রদান করলে তাদের মারধর করে। হামলায় আহত হয় মোমবাতি প্রতীকের প্রার্থীর নির্বাচনী কর্মকর্তা মহসিন মোহন (৬৫), প্রার্থীর নিরাপত্তাকর্মী মো: সোহেল মিয়া (৩৫), মো: আল-আমিন (৩৩), মো: সম্রাট সরকার (৩২), জহিরুল হক রবিন (২৫), গোলাম রাব্বি (২৮)।
এ ব্যাপারে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাংবাদিকদের জানান, মোমবাতি প্রতীকের প্রার্থী সৈয়দ সাইফুদ্দিনের গাড়ি বহরে হামলার খবর পেয়ে আমরা পুলিশ পাঠিয়েছি। পুলিশ গিয়ে কাউকে পায়নি। এজন্য প্রার্থী অভিযোগ দিলে মামলা হবে।