ফটিকছড়িতে চিকিৎসা সরঞ্জাম দিলেন প্রভাষক ও সাংবাদিক মাসুদ
ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে স্বপ্নের কোভিড-১৯ হাসপাতাল বাস্তবায়ন সফলতার একেবারে দ্বারপ্রান্তে। এ হাসপাতাল রুপান্তরের উদ্যোগ নেওয়ার পর থেকে ফটিকছড়ির নানা শ্রেণি পেশার সর্বস্তরের মানুষ যার যার অবস্থান থেকে এগিয়ে অাসছেন। এরই ধারাবাহিকতায় এবার এগিয়ে অাসলেন দৈনিক নয়া দিগন্তের ফটিকছড়ি প্রতিনিধি ও গুলতাজ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের প্রভাষক ও সাংবাদিক সৈয়দ মুহাম্মদ মাসুদ।
বৃহস্পতিবার দুপুরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল অারেফিনের হাতে কোভিড হাসপাতালের জন্য বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সাইফুর রহমান সোহান, সৈয়দ আবু দাউদ, সৈয়দ মোহাম্মদ তোহাসহ অারো অনেকে।
এ সময় সাংবাদিক মাসুদ বলেন, ‘এটি অামাদের স্বপ্নের হাসপাতাল। এই হাসপাতালটি অামাদের গর্বের প্রতিক হয়ে দাঁড়িয়ে থাকবে। সবাই যার যার অবস্থান থেকে সাধ্যমতো এগিয়ে অাসুন।’