ফটিকছড়িতে জাতীয় ভোটার দিবস পালিত
ফটিকছড়ি প্রতিনিধি: “মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার” এ প্রতিপাদ্য নিয়ে ফটিকছড়িতে জাতীয় ভোটাধিকার দিবস পালিত হয়েছে।
বুধবার দিবসটি উপলক্ষে সকাল ১০টায় বর্ণাঢ্য র্যালী ও পরে উপজেলা জহুরুল হক হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিনুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল হোসেন, ধর্মপুর ইউপি’র চেয়ারম্যান মাহামুদুল হক, উপজেলা আনসার ভিডিপি কর্মকতা সাইদুল ইসলাম সহ মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তা ও ভোটাররা উপস্থিত ছিলেন। এসময় জাতীয় পরিচয়পত্রে বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং নির্বাচন কর্মকর্তা বিধি সম্মত আবেদন দ্রুত সমাধানের জন্য আশ্বাস প্রদান করেন।