• November 22, 2024

ফটিকছড়িতে বিএনপির গণসংযোগে হামলা, প্রার্থী কর্ণেল বাহারসহ আহত ২০

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে ধানের শীষ প্রতীকের গণসংযোগে হামলায় ঘটনা ঘটেছে। এতে বিএনপি প্রার্থী কর্ণেল (অব.) আজিম উল্লাহ বাহারসহ ২৫-৩০জন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবী করে আওয়ামীলীগকে দায়ী করেছে বিএনপি। পুলিশ এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর পৌনে দুইটার দিকে বিএনপি প্রার্থী কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার জাফত নগর ইউনিয়নের মোহাম্মদ তকিরহাটে গণসংযোগ করছি। মিছিল সহকারে তারা তকিরহাট গরু বাজারের পাশে পৌছালে চতুরমুখী হামলার ঘটনা ঘটে। এতে বিএনপি প্রার্থী কর্ণেল (অব.) আজিম উল্লাহ বাহারের মাথাফেটে যায়। হামলায় আহত হয়েছেন বিচারপতি ফয়সল মাহমুদ ফয়েজি, ছাত্রদল সভাপতি টিপু, বিএনপি নেতা আজম খান, আহমেদ রশীদ তালুকদার, আমিন তালুকদার, মোরশেদ হাজারী, ইঞ্জিনিয়ার মুন্না, ওমর ফারুক, সায়েদুল আনোয়ার মাসুদ, সাকিব, মামুন, সাইমন, হাসান মাহমুদ হামিম, সাইফুল ইসলাম, সায়ফুল হায়দার রাসেল, স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফটিবছড়ি উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করায়।

বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী অভিযোগ করে সাংবাদিকদের বলেন, আমরা প্রার্থীসহ গণসংযোগে গেলে আওয়ামীলীগের সন্ত্রাসীরা প্রথমে দুই রাউন্ড ফাঁকা গুলি করে নেতাকর্মীদের মধ্যে আতংক ছড়িয়ে দেয়। তারা বলে, এখানে ধানের শীষের কোন প্রচারণা হবেনা। গালিগালাজ করতে করতে লাটি সোটা নিয়ে আমাদের উপর হামলা চালায়।

বিএনপি নেতা মো. এমরান অভিযোগ করে বলেন, সন্ধ্যার আগে মোহাম্মদ তরিকহাটে বিএনপি প্রার্থীর উপর হামলার প্রতিবাদে মিছিল বের হলে সেখানে পুলিশ ধাওয়া করে আমারদেও অন্তত ১০ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আক্তার সাংবাদিকদের বলেন, বিএনপির প্রার্থী গণসংযোগের সময় মোহাম্মদ তকিরহাট এলাকায় হামলার খবর পেয়েছি। সেখাওে পুলিশ পাঠানো হয়েছে। আহতরা ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিচ্ছে। তারা মামলা দিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post