• December 21, 2024

ফটিকছড়িতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফটিকছড়ি প্রতিনিধি:  উপজেলার সুন্দরপুরে এক যুবকের লাশ উদ্ধার করেছে ফটিকছড়ি থানা পুলিশ। নিহতের নাম মু.নুরুল বশর (২৯)। তিনি পেশায় সিএনজি (অটো রিক্সা) চালক। উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বড়ো ছিলোনিয়া গ্রামের ৫ নং ওয়ার্ডের বদুর বাপের বাড়ীর বাসিন্দা মু.রফিকুল অালমের ছয় ছেলের মধ্যে বড় ছেলে তিনি।

পারিবার ও স্থানীয় জানায়, সর্বশেষ গত রোববার রাত সাড়ে নয়টার দিকে খেয়ে ঘর থেকে সিএনজি নিয়ে বের হন নিহত নুরুল বশর। এরপর গাড়ীতে গ্যাস নিতে যান শহরে। রাতের কোন এক সময় ফিরে এসে এলাকার মুন্সী মিয়ার কলঘর (সিএনজি’র রাখার পার্কিং ঘর) এ গাড়ী রেখে ঘুমিয়ে পরেন। পার্কিং ঘর থেকে সকাল দশটার পরও বের না হওয়ায় লোকজন  অনেক্ষণ ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে পরে দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে। সেখানে দেয়ালের সাথে হেলান দেয়া অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে সকাল সাড়ে এগারোটার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে ফটিকছড়ি থানার এস.অাই অাব্দুর রাজ্জাক বলেন, ‘খবর পেয়ে অামরা লাশ উদ্ধার করেছি। লাশের গলায় ফাঁসির অাঘাত অাছে। ময়না তদন্তের পরে অাসল রহস্য বেরিয়ে অাসবে।’

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post