• December 27, 2024

হতদরিদ্রদের ত্রাণ দিল ফটিকছড়ি কমিউনিটি ইউকে

ফটিকছড়ি প্রতিনিধি: সূদুর প্রবাস থেকে করোনার কারণে কর্মহীন হয়ে পড়া ফটিকছড়ির সহস্রাধিক অসহায়, হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছেন লন্ডনস্থ ‘ফটিকছড়ি কমিউনিটি ইউকে’ নামক একটি প্রবাসী সংগঠন। এই সংগঠনের সদস্যদের অর্থায়নে ফটিকছড়ির এক হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

শুক্রবার ১৭ এপ্রিল সকালে এই ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ফটিকছড়ির পৌর মেয়র ইছমাইল হোসেন। দিনভর সংগঠনের খরচে পরিবহনে করে ত্রাণ সামগ্রীগুলো হতদরিদ্র পরিবারের ঘরে ঘরে পৌঁছে দেয়া হয়।

এক অভিব্যক্তিতে সংগঠনের সভাপতি মো. ইসহাক চৌধুরী, নির্বাহী সহ-সভাপতি ব্যারিস্টার মো. আলী রেজা, সহ- সভাপতি একাউন্টেন্ট কাজী ফয়েজ, সাধারণ সম্পাদক মো. আবছার, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদুর রহমান ও সহ সম্পাদক আজমল করিম জুয়েল। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়- ‘পৃথিবীজুড়ে মানবজাতি কঠিন মুহুর্ত পার করছে। তার উপরে হতদরিদ্র মানুষগুলো কর্মহীন হয়ে পরায় একদম অসহায় হয়ে পরেছে।

এই সময়ে সবার উচিৎ যার যার অবস্থান থেকে এগিয়ে এসে হতদরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়ানো। আমাদের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post