ফুলেল শুভেচ্ছায় সিক্ত মানিকছড়ির শহীদ মিনার
আবদুল মান্নান: আজ মহান বিজয় দিবস-২০১৯। দিবসের শুরু সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনি ও উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বিজয় দিবসের দিনব্যাপি কর্মসূচী শুরু হয়।
১৬ ডিসেম্বর ভোর ৬.৩৪মিনিটে থানা পুলিশের ৩১বার তোপধ্বনি ও উপজেলা প্রশাসন,রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ উপজেলা শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণে শরিক হন। সেখানে প্রথমে উপজেলা প্রশাসন, পুলিশ, আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, আওয়ামীলীগের সহযোগি সকল সংগঠন, স্বাস্থ্য বিভাগ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, স্বেচ্ছাসেবী সংগঠন সমূহ, স্কুল-কলেজ শিক্ষক-শিক্ষার্থী ও উপজেলা বিএনপি শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। পরে শহীদ মিনাওে উপস্থিত সকলে শহীদের প্রতি সন্মান জানিয়ে ১ মিনিট নিরবতা পালন ও মোনাজাতের মধ্য দিয়ে শহীদ বীর সেনাদের বিন¤্র শ্রদ্ধা জানানো হয়।
এসময় শহীদ মিনারে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন,উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার(ভূমি) রুবাইয়া আফরোজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন খীসা,সাবেক উপজেলা চেয়ারম্যান এম.এ. রাজ্জাক, অফিসার ইনচার্জ আমির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বাবুল,ডলি চৌধুরাণী, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন,মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. সফিউল আলম চৌধুরী, দুপ্রক সভাপতি মো. আতিউল ইসলাম, সহ-সভাপতি ডা. অমর কান্তি দত্ত, সাধারণ সম্পাদক আবদুল মান্নান, ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম ফারুক, মো, আবুল কালাম আজাদসহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবী সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।