ফেনী নদীতে শিশু নিখোঁজ; উদ্ধারে ডুবুরির বিশেষ টিমের চেষ্টা

রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়: খাগড়াছড়ির রামগড়ে ফেনী নদীতে পড়ে মিনহাজ নামের ৮(আট) বছরের এক শিশু নিখোঁজ রয়েছে। শিশুটি উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিস ডুবুরী দল সন্ধ্যা পর্যন্ত সন্ধান চালিয়ে আজকের মত অভিযান স্থগিত করেন এবং ডুবুরি দল আগামীকাল ভোর থেকে ফের সন্ধান চালাবেন বলে এ প্রতিনিধিকে জানান।
১১ জুলাই শুক্রবার দুপুরের দিকে রামগড় পৌরসভাস্থ রামগড় স্থলবন্দর সংলগ্ন ফেনীর কুল গ্রামের সীমান্ত এলাকায় ফেনী নদীতে পড়ে কাজী মিনহাজ নামের ৮ বছরের এক শিশু নিখোঁজ রয়েছে। জানাগেছে নিখোঁজ কাজী মিনহাজ ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার কাজী মোঃ মনজুরের ছেলে। পারিবারিক সূত্রে জানাযায় সাম্প্রতিক টানা বন্যায় তাদের ছাগলনাইয়ার বাড়িতে পানি উঠলে গতকাল মিনহাজ পরিবারের সাথে রামগড়ে নানার বাড়িতে চলে আসে।
ফেনী নদীর তীর সংলগ্ন নানার বাড়িতে খেলা করতে করতে আকস্মিকভাবে সে নদীতে পড়ে যায়। রামগড় ফায়ার স্টেশন কর্মকর্তা বিশ্বনাথ বড়ুয়া জানান খবর পেয়ে রামগড় ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধারের কাজ পরিচালনা করে। কিন্তু নদীতে স্রোত বেশি থাকায় তিনি উদ্ধার কাজে সহযোগিতার জন্য রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ডুবুরিদের সহযোগিতা চাইলে ডুবুরিরা এসে বিকেল পাঁচটা নাগাদ উদ্ধার কাজ চালান। এ সংবাদ লিখাকালীণ পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা যায়নি। উল্লেখ্য সম্প্রতি চার দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনী নদীতে প্রবল স্রোত রয়েছে। রাঙ্গামাটি থেকে আসা ডুবরি দলের টিম লিডার মোঃ আলী জানান, নদীর প্রবল স্রোতে উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে।