কবিতা: বন্ধু বাতায়ন
বন্ধু বাতায়ন
রূপা মল্লিক রুপু
একটা সময় ছিল, যখন মনে হত
বন্ধু মানে শুধু দুষ্টুমি আর খেলাধুলার সঙ্গী।
সেটা ছিল আমার ছেলেবেলা, যে হারিয়ে গেছে
কালের পরিক্রমায়।
আবার একটা সময় ছিল, যখন মনে হতো
বন্ধুু মানে সুযোগ পেলে আড্ডা, আর
কখনো কখনো দলে ছোটার পালা,
সেটা ছিল আমার কৈশোর , সেও
হারিয়ে গেছে ,সময়ের সাথে সাথে।
আরো একটা সময় ছিলো , যখন মনে হতো
বন্ধুু মানে সুখ দুঃখ ভাগাভাগি, কারণে
অকারণে অভিমান, আবার বিপদে এগিয়ে আসা।
সেটা ছিলো আমার যৌবন, সে কিন্তু এখনো হারায়নি,
তবে হারানোর পথে, যদিও সেই বন্ধু মহলের সকলে পাশে নেই।
এখন একটা সময় এলো যখন মনে হয়,
বন্ধুু মানে দেশকে গড়ার এক অপার সম্ভাবনা,
যে পাশে রয় সর্বক্ষণ, ছড়িয়ে যায় যক্ষের ধন
নাম তার বন্ধু মোর “শিক্ষক বাতায়ন”।
হয়তো সময়ের তরে আমিই যাবো হারিয়ে,
তবু বেচে থাকবে বন্ধু বাতায়ন, রাখবে মোরে
স্মৃতিকরে তার আর্কাইভে।
ভালো থাকো বন্ধু বাতায়ন, সাথে নিয়ে তোমার
লাখো বন্ধু স্বজন।