• April 13, 2025

বর্ণিল আয়োজনে খাগড়াছড়িতে মারমাদের ঐতিহ্যবাহী খেলার শুভ উদ্বোধন

 বর্ণিল আয়োজনে খাগড়াছড়িতে মারমাদের ঐতিহ্যবাহী খেলার শুভ উদ্বোধন

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি: পার্বত্য জেলা খাগড়াছড়িতে মারমাদের ঐতিহ্যবাহী খেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

১০ এপ্রিল বৃহস্পতিবার খাগড়াছড়ি পানখাইয়া পাড়ায় মারমা উন্নয়ন সংসদ এর আয়োজনে ঐতিহ্যবাহী পোশাকে মনোজ্ঞ সাংস্কৃতিক ডিসপ্লে ও ঐতিহ্যবাহী “দঃ” ও “আলারী” খেলার ফিতা কেটে শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার এবং পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল।

মারমা সম্প্রদায়ের লোকজন মনে করেন তাদের কৃষ্টি – সংস্কৃতি রক্ষার্থে এবং নতুন বছরকে বরণে খাগড়াছড়িতে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী “দঃ” ও “আলারী” খেলার আয়োজন করা।

মারমা সম্প্রদায়ের লোকজন মনে করেন, তাদের কৃষ্টি – সংস্কৃতি রক্ষা। নতুন প্রজন্মদের সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং নতুন বছরকে বরণে খাগড়াছড়িতে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী “দঃ” ও “আলারী” খেলার আয়োজন করা।

বর্ষবরণে পাহাড়ে প্রধান সামাজিক উৎসব বৈসাবি’র অন্যতম আর্কষণ মামরা সম্প্রদায়ের “সাংগ্রাই”। এ সাংগ্রাই উপলক্ষ্যে ছয় দিনব্যাপী মারমা সম্প্রদায় পানি খেলাসহ নানা ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করেছে। তারই ধারাবাহিকতায় এ বছরও বর্ণিল আয়োজনে মারমাদের ঐতিহ্যবাহী পোশাক পড়ে খাগড়াছড়ি সদরস্থ পানখাইয়া পাড়ায় “দঃ” ও “আলারী” খেলায় অংশ নেয় এক দল তরুণ, তরুণী।

এসময় ঐতিহ্যবাহী খেলার উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, শিক্ষা ও আইসিটি রুমানা আক্তার, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, মারমা উন্নয়ন সংসদের সভাপতি মংপ্রু চৌধুরী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আগামী ১৪ এপ্রিল খাগড়াছড়িতে ‘ মাহা সাংগ্রাই’ অর্থাৎ ‘জল’ উৎসবের মধ্য দিয়ে মারমা সম্প্রদায় বর্ষবরণ উদযাপন করবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post

Leave a Reply