খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ বাংলাদেশী মালামাল ভারতে পাচারের সময় আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২ নভেম্বর বিকেল আনুমানিক ৪টার দিকে ৩ বিজিবি’র অধীনস্থ গিলাতলী বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার মোঃ আইউবুর রহমানের নেতৃত্বে ১২ সদস্যের একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, গিলাতলী বিওপি হতে আনুমানিক ২.৫ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে নতুন পাড়া নামক স্থানে (মেইন পিলার ২২৬৬/১০ এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে) অভিযান চালিয়ে বাংলাদেশ হতে ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিভিন্ন প্রকার পণ্য আটক করা হয়। আটককৃত মালামালের মধ্যে রয়েছে, সিস্টেম প্লাস (বিভিন্ন পরিমাণে), বনলতা সালসা, ব্যাবিসেট কিডনাসক, বিভিন্ন প্রজাতির শুকনো মাছ (চ্যাপা, শাপলা পাতা, পাতা, হাঙ্গর), ও কাচি ডাটসহ নানা পণ্য। সব মিলিয়ে আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ৩ লক্ষ ১০ হাজার ১০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।অধিকতর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মালামালগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।