বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির ত্রৈমাসিক সভা মহালছড়িতে
মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়িতে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী কার্যনির্বাহী সমিতি খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ শুক্রবার সকাল সাড়ে ১১ টায় মহালছড়ি সরকারি ডিগ্রী কলেজ এর সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় খাগড়াছড়ি জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক অংনুপ্রু মারমার সঞ্চালনায় অর্নব দেওয়ানের সভাপতিত্বে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রাংগামাটি জেলা শাখার সভাপতি ভূপেন্ডু বিকাশ খীসা, খাগড়াছড়ি জেলা কমিটির উপদেষ্টা অংক্যজাই মারমা ও উপদেষ্টা ত্রিশুল চাকমা ও জেলার উপজেলা শাখার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক বিনন্দ ত্রিপুরা। এছাড়াও বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুহেল ত্রিপুরা ও জেলা শাখার সদস্য জেসমিন চাকমা।
আলোচনা সভায় সরকারের নিকট দাবী জানিয়ে বক্তাগন বলেন, শিক্ষাগত যোগ্যতা উন্নীতকরণ সহ দ্রুত নিয়োগ বিধি বাস্তবায়ন, পরিবার পরিকল্পনা পরিদর্শকদের ১১ তম ও পরিবার পরিকল্পনা সহকারীদের ১২ তম গ্রেডে উন্নীতকরণ সহ স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের সকল কর্মচারীদের বেতন বৈষম্য দূরীকরণ সহ ৫ দফা দাবী বাস্তবায়নের আহবান জানান বক্তারা।