বাইন্যাছোলা-মানিকপুর হাইস্কুলে ঈদ পুনর্মিলনী, বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি ও ফটিকছড়ি উপজেলার সীমান্তবর্তী শিক্ষা প্রতিষ্ঠান বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনী, বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়াহয়েছে। ৮এপ্রিল মঙ্গলবার বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্নেল মোঃ তাজুল ইসলাম, পিএসসি, জি, জোন কমান্ডার, লক্ষীছড়ি সেনা জোন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার পাশাপাশি আমরা সমাজে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ গড়ে তুলতে চাই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো অপরাধী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীর বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে। পাহাড়ি-বাঙালি সকলে মিলে এই অঞ্চলকে শান্তির জনপদে পরিণত করতে হবে।” তিনি আরও জানান, আগামী শিক্ষাবর্ষ থেকে এই বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ চালু করা হবে এবং আবাসিক হোস্টেল স্থাপনের কার্যক্রম শুরু হবে, যাতে শিক্ষার্থীরা নিরাপদ পরিবেশে থেকে আরও মনোযোগসহকারে পড়াশোনা করতে পারে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া, জোন উপ-অধিনায়ক মেজর মাহীর মাহাবুব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহ-সভাপতি রশিদ উদ্দিন চৌধুরী কাতেব।
বিদায়ী শিক্ষার্থীদের আবেগঘন স্মৃতিচারণা ও বিদায় উপলক্ষে শুভকামনার বার্তা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠান শেষে পরিবেশিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে শিক্ষার্থীরা সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে তাদের প্রতিভা উপস্থাপন করে।
স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থীসহ উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি পরিপূর্ণতা পায়। সেনা জোনের পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় এই আয়োজন এলাকাবাসীর মাঝে শিক্ষাপ্রেমের নতুন বার্তা বহন করে।