দীঘিনালা প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ১১ কিলো এলাকা থেকে অস্ত্রসহ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ (মূল) দলের দুই সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার দুপুরে বাঘাইহাট জোনের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ রানা পিএসসি এবং পরিচালনা করেন, লেফটেন্যান্ট আয়মান ইনতিসার মজুমদার।
আটকরা হলেন সুবল ওরফে সুগা চাকমা (৪২) এবং বিন্দুময় চাকমা (৪১)। তারা দীর্ঘদিন ধরে দীঘিনালা-মারিশ্যা সড়কে চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে সেনাবাহিনী। অভিযানে একটি দেশীয় পিস্তল (এলজি), গুলি, চাপাতি, চাঁদা আদায়ের রশিদ ও বই, মোবাইল ফোনসহ নানা সরঞ্জাম জব্দ করা হয়।
জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ রানা পিএসসি জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে তাদের বাঘাইছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। পাহাড়ে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।