বাটনাতলী ও যোগ্যছোলা ইউনিয়নে দরিদ্র মানুষের মাঝে জেলা পরিষদের ত্রাণ বিতরণ
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর সরকারী বিধিনিষেধে তিন মাসের অধিককাল মানুষজন গৃহবন্দি।
এ দীর্ঘ সময়ে নিন্ম,অতি নিন্ম ও মধ্যবিত্ত কারোরই হাতে কর্ম নেই, ঘরে খাবার নেই। ফলে গৃহে বসে দূর্বিসহ জীবন-যাপন করেছেন গ্রামের খেটে-খাওয়া মানুষ। আর এসব অভাব ও র্দুদশাগ্রস্ত মানুষের পাশে ত্রাণ-সহায়তা অব্যাহত রাখছে উপজেলা প্রশাসন, পার্বত্য জেলা পরিষদ, স্থানীয় জনপ্রতিনিধি’রা।
২৮ জুন সকাল সাড়ে ১০টায় ও দুপুর ১২টায় পার্বত্য জেলা পরিষদ,খাগড়াছড়ি’র উদ্যোগে ৩য় ও ৪র্থ দফার (কিস্তি)ত্রাণ-সহায়তার আওতায় মানিকছড়ি উপজেলার ২নং বাটনাতলী ইউনিয়নে ৬শত ৫৬ পরিবার ও ৩নং যোগ্যাছোলা ইউনিয়নে ৬শত ০২ পরিবার মাঝে পার্বত্য মন্ত্রনালয়ের বরাদ্দ থেকে জনপ্রতি ১০কেজি চাল ও ১কেজি সোয়াবিন তেল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা পরিষদ সদস্য এম.এ. জব্বার। বিতরণকালে আরো উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম মোহন, ক্যয়জরী মহাজনসহ দলীয় নেতা-কর্মী ও ইউপি সদস্যগণ।
সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে দলীয় নেতা-কর্মী ও সাধারণ অভাবগ্রস্ত লোকজন ত্রাণ-সহায়তা গ্রহন করেন।