• December 3, 2024

বিজ্ঞান ও প্রযুক্তিতে জাতীকে শিক্ষিত করে তুলতে হবে-সাহেদা ইসলাম

লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসার সাহেদা ইসলাম বলেছেন, আমাদের সন্তানদের নিয়ে স্বপ্ন দেখতে হবে এবং সে সব স্বপ্ন তাদেরকেও দেখাতে হবে। আর এসব স্বপ্ন পূরণের লক্ষ্যে বর্তমান সরকার বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর মান সম্মত শিক্ষা নীতি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছেন। তিনি গতকাল বৃহস্পতিবার লামা টাউনহলে সমাজ কল্যাণ মূলক সংগঠন “সেবা” আয়োজিত পার্বত্য অঞ্চলে শিক্ষায় বিদ্যমান সমস্যা ও উত্তরণের উপায় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার নুর-এ-জান্নাত রুমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা (মাউশি)’র আঞ্চলিক পরিচালক প্রফেসর প্রদীপ ভট্টাচার্য্য, পরীক্ষা নিয়ন্ত্রক মাহাবুব হাসান, বিদ্যালয় পরিদর্শক প্রফেসার আব ুতাহের, উপ-সচিব প্রফেসার ডঃ পিযুষ দত্ত, কলেজ পরিদর্শক প্রফেসার জাহেদুল হক, অধ্যক্ষ রফিকুল ইসলাম, অধ্যাপক অজয় দত্ত, আওয়ামী লীগ সভাপতি আলহাজ মোঃ ইসমাইল, জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল ও পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম প্রমুখ বিশেষ অতিথি ছিলেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম, ইমতিয়াজ, লামামুখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দু শুক্কুর, গজালিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাথোয়াইচিং মার্মা, হায়দারনাশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, রুপসীপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছাচিংপ্রু মার্মা, আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইয়াহিয়া বাবুল, তামিরে মিল্লাত ইসলামী সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাও, নুরুল কবির নিজামী, ইয়াংছা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহানারা আরজু, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়–য়া, অভিভাবকের পক্ষে মোঃ নুরুজ্জামান ও রিপোর্টার্সক্লাব সভাপতি রফিকুল ইসলাম।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post