• December 22, 2024

বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিলেন গুইমারা রিজিয়ন

শাহ আলম রানা: বিজয়ের ৪৯তম বর্ষপূর্তীতে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে প্রীতিভোজের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪আর্টিলারী ব্রিগেড, গুইমারা রিজিয়ন। দুপুরে রিজিয়ন সদর দপ্তরের মুশফিক হলে আয়োজিত গুইমারা উপজেলার মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান। এসময় বীর মুক্তিযোদ্ধাদের হাতে বিশেষ উপহার তুলে দেন রিজিয়ন কমান্ডার। বলেন, মুক্তিযোদ্ধারা জাতীর র্সূয সন্তান। তাঁেদর অবদানকে জাতি কোনদিন ভুলবেনা। তাই সকলেরই উচিৎ দেশ-মাতৃকার এই গর্বিত সন্তানদের পাশে থাকা।

পরে তিনি সবাইকে সাথে নিয়ে প্রীতিভোজে অংশগ্রহন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রিজিয়নের বিএম মেজর ফজলে রাব্বী, গুইমারা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ¤্রাসাথোয়াই মগ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমা’সহ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর সদস্যবৃন্ধ, সাংবাদিক ও পদস্থ সামরিক কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post