এটিএম পেয়ারুর প্রচারণা: আমি নৌকার বিরুদ্ধে নই, মনোনয়ন পাওয়া ব্যক্তির বিরুদ্ধে
ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম আপেল প্রতীক নিয়ে গতকাল বৃহস্পতিবার মাইজভান্ডার শরীফ জেয়ারত করে আনুষ্টানিক প্রচারনা শুরু করেছেন। তিনি দুপুরে মাইজভান্ডার ত্বরিকার প্রবর্তক সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী, সৈয়দ গোলামুর রহমান; প্রকাশ- বাবা ভান্ডারী, সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারী, সৈয়দ দেলোয়ার হোসাইন মাইজভান্ডারী, সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী মাজার শরীফ জিয়ারত করেন। তারপর মাইজভান্ডার দরবার এলাকায় গণসংযোগ করেন।
এসময় তিনি মহাজোট মনোনীত প্রার্থী নজিবুল বশর ভান্ডারীকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি নৌকার বিরুদ্ধে নই, কিন্তু নৌকার মনোনয়ন পাওয়া ব্যক্তির বিরুদ্ধে আমার অবস্থান। ‘বিগত সময়ে ভান্ডারী সাংসদ নির্বাচিত হয়ে ফটিকছড়ির জনকল্যাণে কোন কাজ করেনি। তাই ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগ নেতা-কর্মীরাসহ ফটিকছড়ির আপামর জনসাধারণ ঘৃণাভওে তাকে প্রত্যাখ্যান করছে এবং করবে। টিকছড়ির মানুষ আগামী ৩০ ডিসেম্বও তাদেও পরীক্ষীত মানুষ বেঁচে নেবে।
এ সময় ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আলম সিকদার, দিদারুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক কাজী মাহমুদুল হক, দপ্তর সম্পাদক মো. সামশুল আলম, সহ-দপ্তর সম্পাদক আবুল কাশেম, ধর্মীয় সম্পাদক মাওলানা মো. ইউছুফ, সমাজসেবা সম্পাদক মো. সরোয়ার উদ্দীন, নির্বাহী সদস্য মো. রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।