বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন বিডি ক্লিনের উদ্যোগে গুইমারাতে পরিচ্ছন্নতা অভিযান

এম সাইফুর রহমান: পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার স্বপ্ন” নিয়ে এগিয়ে চলা অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী প্লাটফর্ম বিডি ক্লিন খাগড়াছড়ির গুইমারা উপজেলা টিমের উদ্যোগে গুইমারাকে পরিচ্ছন্ন বিশুদ্ধ ও মানসম্মত উপজেলা হিসেবে গড়ে তুলতে ইউনিটের সাপ্তাহিক ইভেন্টের আয়োজন করা হয়েছে। সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন নবাগত গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ।

এসময় প্রধান অতিথি যত্রতত্র ময়লা ফেলার অভ্যাস পরিহার কওে ডাস্টবিন ব্যবহারে সবাইকে উৎসাহিত করে বলেন, বর্তমানে দেশের প্রায় ৫৭টি জেলায় বিডি ক্লিন একযোগে কাজ করে যাচ্ছে। পরে গুইমারা সদরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গুইমারা থানা অফিসার ইনর্চাজ বিদ্যুৎ কুমার বড়ুয়া, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মেমং মারমা, উপজেলা যুবলীগ সভাপতি বিপব কুমার শীল, ইউপি সদস্য জনার্ধন সেন, বিডি ক্লিন খাগড়াছড়ির সমন্বয়ক শাহাদাত হোসেন কায়েশ, গুইমারা উপজেলা ইউনিট সমন্বয়ক তানভীর সিহাব প্রমুখ উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post