বুধবার থেকে শুরু হচ্ছে লক্ষ্মীছড়ি জোন কমান্ডারর্স কাপ ফুুটবল টুর্নামেন্ট
স্টাফ রিপোর্টার: আর কয়েকদিন পরেই ফুটবলা উন্মাদনায় মাতবে গোটা বিশ^। বিনোদনের অন্যতম এই ফুটবল খেলার আনন্দের জোয়াড়ে ভাসবে লক্ষ্মীছড়িবাসীও। ক্রিড়ামোদী ফুটবল দর্শক প্রেমিদের আনন্দ দিতে এগিয়ে এসেছে লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনী (৩২ফিল্ড রেজিমেন্ট আটিলারি)। শুরু হতে যাচ্ছে জোন কমান্ডারর্স কাপ ফুুটবল টুর্নামেন্ট-২২।
আগামী ৯ নভেম্বর বুধবার বিকাল ৩টায় শুরু হবে উদ্বোধনী খেলা। লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশরাফুল হক, পিএসসি, জি খেলার উদ্বোধন করবেন বলে সূত্রে জানা গেছে। উদ্বোধনী খেলায় লড়বে লেলাং বড় পাড়া একাদশ ও ময়ূরখীল একাদশ। মোট ১৬টি টীম এ খেলায় অংশ গ্রহণ করছে।
উদ্বোধনী দিন থেকে ১৫ নভেম্বর বাদ দিয়ে ১৭ নভেম্বর পর্যন্ত টানা ১ম রাউন্ডের খেলা চলবে লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ মাঠে প্রতিদিন বিকাল ৩টায়। ইতি মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম আহবায়ক মো: নাহিয়ান আখন্দ।