বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে জেলা প্রশাসক আসলেন লক্ষ্মীছড়ি

স্টাফ রিপোর্টার: আষাঢ় মাস। বৃষ্টির দিন। সমুদ্র উপকুলে ৩নম্বর সংকেত। বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করেই খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার লক্ষ্মীছড়ি উপজেলা পরিদর্শনে এসেছেন। সরকারি এ সফরটি ছিলো পূর্বঘোষিত। তাই তিনি নানা প্রতিকূলতার মধ্যেও কর্মসূচি বাতিল করেন নি। ৯জুলাই বুধবার বেলা দেড়টার দিকে জেলা প্রশাসক লক্ষ্মীছড়ি উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন সহ জণক্যাণমূলক কর্মকান্ডে অংশ নেন। লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া লক্ষ্মীছড়ি-মানিকছড়ি সীমান্ত মগাইছড়ি এলাকায় জেলা প্রশাসককে ফুল দিয়ে বরণ করেন।
লক্ষ্মীছড়ি এসে প্রথমেই. পূর্ণ্যজ্যোতি শিশুসদন কম্পিউটার সেন্টার উদ্বোধন করেন। এরপর ডিপি পাড়া আশ্রয়ন পরিদর্শন করে বাল্যবিবাহ প্রতিরোধ সচেতনামূলক সভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া অনুষ্ঠঅনে স ভাপতিত্ব করেন।
পরে উপজেলা কৃষি অফিস কর্তৃক শিক্ষার্থীদের নিকট গাছের চারা বিতরণ, দুস্থ্য মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও রেড ক্রিসেন্টকে উদ্ধার সরঞ্জাম প্রদান করেন। পরে মডেল স্কুল পরিদর্শন, লক্ষ্মীছড়ি থানা পরিদর্শন করেন।
সবশেষে ৩২টি দল নিয়ে শুরু হতে যাওয়া উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল মো. তাজুল ইসলাম, পিএসসি, জি।
লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া। উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ মুখ. খালেদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. ফোরকান হাওলাদার, সাবেক ভাইস চেয়ারম্যান অংগ্য প্রু মারমাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ খেলা উপভোগ করন।