ভারতের পৌষ সংক্রান্তী মেলায় নিরুৎসাহিত করতে পানছড়ি ৩ বিজিবির মতবিনিময় সভা 

 ভারতের পৌষ সংক্রান্তী মেলায় নিরুৎসাহিত করতে পানছড়ি ৩ বিজিবির মতবিনিময় সভা 
খাগড়াছড়ি প্রতিনিধি: আসন্ন তীর্থমুখ/পৌষ সংক্রান্তী মেলায় গমনে রোধকল্পে পূর্ব পৃস্তুতি হিসেবে খাগড়াছড়ির জেলার পানছড়িতে ব্যাটালিয়ন ৩ বিজিবি কর্তৃক এলাকার জনপ্রতিনিধি, সাংবাদিক, হেডম্যান, রাজনৈতিক ও গণমান্য ব্যক্তিবর্গের সাথে ৩ বিজিবির মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে। সোমবার  সকাল ১১টায় উপজেলার লোগাং জোন সদর দপ্তরে এই সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক ও জোন কমান্ডার লে: কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও তীর্থ যাত্রা এবং এ সংক্রান্ত সকল অনুষ্ঠানাদি যথাযথভাবে আয়োজিত হবে বলে জানা গিয়েছে। তীর্থমুখ মেলায় গমনিচ্ছুক স্থানীয় লোকজনদের অবৈধ পথে গমনাগমন নিরুৎসাহিত করার জন্য উপস্থিত সকলকে আহবান জানান।
আলোচনাকালে আরো বলেন আসন্ন তীর্থমুখ/পৌষ সংক্রান্তী মেলা উপলক্ষে অবৈধ গমনাগমন, মাদকদ্রব্য, অস্ত্র, গোলাবারুদ, ভারতীয় অবৈধ সামগ্রী চোরাচালান, নারী ও শিশু পাচার এবং সন্ত্রাসী কার্যক্রম হতে স্থানীয় জনসাধারণকে নিরুৎসাহিত করাসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য সকলের সার্বিক সহযোগিতা এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য অনুরোধ করেন।
এসময় তিনি আরো বলেন, পানছড়ি উপজেলার সীমান্ত এলাকায় এবং সম্ভাব্য অবৈধ গমনাগমন এলাকায় বিজিবি কর্তৃক সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারীসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্তে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে তিনি সকলকে আশ্বস্থ করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post

Leave a Reply