ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন মানিকছড়ি উপজেলা বিএনপি’র

 ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন মানিকছড়ি উপজেলা বিএনপি’র

স্টাফ রিপোর্টার: একুশের প্রথম প্রহরে মৌন মিছিল নিয়ে মানিকছড়ি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মানিকছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

পুষ্পমাল্য অর্পণ শেষে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। আয়োজিত পুষ্পমাল্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নব গঠিত মানিকছড়ি উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক এনাম, যুগ্ম আহবায়ক আবুল কাশেম মাষ্টার, যুগ্ম আহবায়ক এনামুল হক মেম্বার, যুগ্ম আহবায়ক আবুল কাশেম চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক আঃ আওয়াল, যুগ্ম আহবায়ক মাস্টার নুরুজ্জামান, আহবায়ক কমিটির সদস্য মংশাপ্রু চৌধুরী ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মীর হোসেন সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদলের সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

পুষ্পমাল্য অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মানিকছড়ি উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক এনাম বলেন “মাতৃভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা রইলো, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও গণতন্ত্র পুন:উদ্বার আন্দোলনে সকলকে এগিয়ে আসার আহবান জানাই”।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post