• December 24, 2024

ভিটামিন এ+ ক্যাম্পেইন উপলক্ষে খাগড়াছড়িতে কর্ম পরিকল্পনা সভা

স্টাফ রিপোর্টার: আগামী ১৯ জানুয়ারী অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন দ্বিতীয় রাউন্ডের প্রচারাভিযানের অংশ হিসেবে খাগড়াছড়িতে জেলা এ্যাডভোকেসী ও কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পেইন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

কর্মশালায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে বিস্তারিত আলোচনা ও কর্ম পরিকল্পনা তুলে ধরেন খাগড়াছড়ির সিভিল সার্জন ডাক্তার মো. শাহ্ আলম।

এসময় খাগড়াছড়ি জেলা প্রশাসনের সহকারী কর কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য রাখেন।

খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলা ও একটি পৌরসভার ৯৯১টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ১২ হাজার ৭০১ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ১২-৫৯ মাস বয়সী ৮৪ হাজার ৯২০ জন শিশুকে খাওয়ানো হবে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল।

খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন ডাক্তার মো. শাহ্-আলম জানান, এই ক্যাম্পেইনে ১ হাজার ৯৮০ জন স্বাস্থ্যকর্মী মাঠে কাজ করবেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post