ভূমিকম্পে কেঁপে উঠল খাগড়াছড়িসহ পুরো চট্টগ্রাম

 ভূমিকম্পে কেঁপে উঠল খাগড়াছড়িসহ পুরো চট্টগ্রাম
পাহাড়ের আলো: খাগড়াছড়ি চট্টগ্রামসহ সারাদেশে ভূকম্পন অনুভূত হয়েছে। ২৬ নভেম্বর শুক্রবার  ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে দু’দফা ভূমিকম্প অনুভূত হয়।

ইউরোপিয়ান সিসমোলজিক্যাল আর্থকোয়াক সেন্টার (ইএসএমসি) বলছে, ভূমিকম্পটির উৎপত্তি মিয়ানমার-ভারত সীমান্তে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬। ভূপৃষ্ঠ থেকে ৪০ কিলোমিটার গভীরে ছিল এর অবস্থান।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমারের হাখা শহরে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৮। ভূপৃষ্ঠ থেকে ৪২.১ কিলোমিটার গভীরে ছিল এর অবস্থান।

এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী,  খাগড়াছড়ি, চট্টগ্রাম, নোয়াখালী,  বান্দরবান, রাঙ্গামাটি, কক্সবাজারে ভূমিকম্পদের খবর পাওয়া গেছে। তবে এখনো পর্যন্ত কোথাও কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায় নি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post