• November 24, 2024

ভূয়া ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সহযোগীতা চাই

মোফাজ্জল হোসেন ইলিয়াছ: সকলের সহায়তায় খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের সেবার মান অতীতের তুলনায় অনেকাংশে বৃদ্ধি পেয়েছে, তেমনি দূগর্ম পাহাড়ী অঞ্চলে ভূয়া ডাক্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার নেওয়ার জন্য সকলের সহায়তা চাই, সচেতন নাগরিক কমিটি (সনাক) খাগড়াছড়ি‘র আয়োজনে সংগঠনটির সভাপতি প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ানের সভাপতিত্বে, জেলা সদর হাসপাতালের সেবার মান উন্নয়নের লক্ষ্যে মঙ্গলবার দুপুর ১টায়, সিভিল সার্জন এর কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে এ কথা গুলো বলেন, সিভিল সার্জন ডাঃ মোঃ শাহ আলম।

এতে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ সারোয়ার মাহবুব ও আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ নয়নময় ত্রিপুরা। এতে কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য উল্লেখপূর্বক স্বাগত বক্তব্য রাখেন সনাক, খাগড়াছড়ির সদস্য ও সাংবাদিক মোঃ জহুরুল আলম।

সনাক খাগড়াছড়ি‘র এরিয়া ম্যানেজার সুইমং চিং মারমা প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি মূলে আরো উপস্থিত ছিলেন, মেডিকেল কর্মকর্তা ডাঃ ধনিষ্টা চাকমা, ডাঃ রাজর্ষি চাকমা, ডেন্টাল সার্জন ডাঃ সুপনা খীসা ও ডাঃ নিউচিং চৌধুরী, স্বাস্থ্য শিক্ষাবিদ মিলি ত্রিপুরা, হাসপাতাল সমাজ সেবা কর্মকর্তা রোকেয়া বেগম, ওসিসি’র প্রোগ্রাম অফিসার মোঃ রুবেল বিশ্বাসসসহ সনাক, টিআইবি‘র যুব স্বেচ্ছাসেবক সংগঠন ইয়েস, টিআইবি জেলা প্রতিনিধিবৃন্দ প্রমূখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post