• May 19, 2024

মহালছড়িতে ইউনিয়ন পর্যায়ে পুষ্টি বিষয়ক “মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম” গঠন, পরামর্শ ও পরিকল্পনা সভা

মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:খাগড়াছড়ির মহালছড়িতে ক্যায়াংঘাট ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং লিডারশীপ টু এনসিউর এডইকুয়েট নিউট্রিশন ( লীন) প্রকল্পের সহযোগিতায় ইউনিয়ন পর্যায়ে পুষ্টি বিষয়ক “মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম” গঠন, পরামর্শ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে৷
২২ মার্চ মঙ্গলবার দুপুর ২ টায় ক্যায়াংঘাট ইউনিয়ন পরিষদ মিলনায়তনে লীন প্রকল্পের উপজেলা সমন্বয়ক প্রজ্ঞা শুভ চাকমার সঞ্চালনায় সভাপতিত্ব করেন, ক্যায়াংঘাট মৌজার হেডম্যান রতন বিকাশ চাকমা। এসময় ক্যায়াংঘাট ইউনিয়নের সকল কারবারি, হেডম্যান ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। আলোচনায় বক্তারা পুষ্টি বিষয়ে পরামর্শ ও পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post